ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে আদালতের নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৬:৫৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৪:৩২ অপরাহ্ন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচিত সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দায়িত্ব পালন করতে হাইকোর্টের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২০ মে) এই আদেশ জারি করেন। একই সঙ্গে আদালত নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।
 
গত ১৫ মে, পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যেখানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল করার দাবি জানান। রিট আবেদনে, তিনি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চান। পাশাপাশি, তিনি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি করেন।
 
উল্লেখযোগ্য যে, মিশা-ডিপজল প্যানেল ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়লাভ করে। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু গত ২০ এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]