কুষ্টিয়ার কুমারখালীতে গোরস্থান ও মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৬:৫৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৪:১৩ অপরাহ্ন
রোববার (১৯ মে) রাতে কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৩০ বছরের পুরনো তেবাড়িয়া খয়েরচারা মাঠপাড়া শেরকান্দি গোরস্থান ও নতুন বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার দান বাক্সের তালা ভেঙে অর্থ চুরি হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
 
পৌরসভার ৮নং ওয়ার্ডে অবস্থিত বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও পার্শ্ববর্তী গোরস্থানে এই চুরির ঘটনা ঘটে। মাদ্রাসা ও গোরস্থান উন্নয়ন কাজের জন্য স্থানীয়রা প্রায় ৩০ বছর ধরে এই বাক্সগুলোতে অর্থ দান করে আসছিলেন। গতকাল রাতে অজ্ঞাতনামা চোরেরা মাদ্রাসা ও গোরস্থানের দুটি দান বাক্সের তালা ভেঙে সমস্ত অর্থ চুরি করে নিয়ে যায়।
 
গোরস্থান কমিটির সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস ও মাদ্রাসার পরিচালক আব্দুল মালেক জানান, এই চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অনেকেই গোরস্থান ও মাদ্রাসার জন্য নিয়মিতভাবে দান করে থাকেন। এছাড়াও, মাদ্রাসার ছাত্রদের ব্যবহৃত দুটি সাইকেলও চুরি হয়েছে, যা তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
 
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম আকিব জানিয়েছেন, দান বাক্স ভাঙার ঘটনায় মাদ্রাসা ও গোরস্থান পরিচালনা কমিটি একটি অভিযোগ দাখিল করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]