বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের ওপর জুলুম করছে। অটোরিকশা বন্ধ করে গরিব মানুষের রোজগার কেড়ে নেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দরিদ্র অটোরিকশাচালকদের থেকে সরকারদলীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে তাদের সর্বস্বান্ত করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো নেতারা ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিচ্ছেন, অথচ তাদের নিজস্ব বিলাসিতা ও সম্পদের প্রদর্শনী চলছে।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগের নেতারা এবং তাদের আত্মীয়স্বজন দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করছে। দেশের শেয়ার বাজারেও নতুন করে ধস নেমেছে, যা তরুণ ও সাধারণ বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করেছে।
মানববন্ধনে অন্যান্য বক্তারা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, এবং নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।