যেখানে হবে রাইসির দাফন

আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০৬:৩২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০৯:৫৩:১০ অপরাহ্ন
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আগামীকাল মঙ্গলবার তাবরিজে সম্পন্ন হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম। বিবিসির খবর অনুযায়ী, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তাসনিম আরও জানিয়েছে, প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সফরসঙ্গীদেরও দাফন সেখানে হবে।

দাফনের আগে মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে। এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি জানিয়েছেন যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

আলি খামেনির বরাতে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানায়, মোখবার দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করবেন এবং ৫০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন।

অন্যদিকে, ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি বাঘেরি কানি। হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের মৃত্যুর পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করে দেশটির মন্ত্রিসভা। নির্বাহী, সংসদ ও বিচার বিভাগের এক বৈঠকের পর এই ঘোষণা আসে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]