বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশেষে হামজা চৌধুরীকে নিয়ে আশার খবর দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর, লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে নতুন তথ্য জানিয়েছে বাফুফে।
বেশ কিছুদিন ধরে হামজার সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। তবে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য হামজাকে প্রথমে পাসপোর্ট পেতে হবে। বাফুফে এই প্রক্রিয়া তদারকি করছে।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন। তুষার বলেন, ‘আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান (কাজী নাবিল) ইতোমধ্যেই ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এরপর রাষ্ট্রদূত হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। হামজার পরিবার দূতাবাসে গেলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা (বাফুফে) তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই। যাতে দ্রুত তিনি (হামজা) অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করে কাজ করছি। আশা করছি, সেই সময়ে হামজা বাংলাদেশের হয়ে খেলবেন।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশেষে হামজা চৌধুরীকে নিয়ে আশার খবর দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর, লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে নতুন তথ্য জানিয়েছে বাফুফে।
বেশ কিছুদিন ধরে হামজার সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। তবে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য হামজাকে প্রথমে পাসপোর্ট পেতে হবে। বাফুফে এই প্রক্রিয়া তদারকি করছে।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন। তুষার বলেন, ‘আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান (কাজী নাবিল) ইতোমধ্যেই ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এরপর রাষ্ট্রদূত হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। হামজার পরিবার দূতাবাসে গেলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা (বাফুফে) তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই। যাতে দ্রুত তিনি (হামজা) অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করে কাজ করছি। আশা করছি, সেই সময়ে হামজা বাংলাদেশের হয়ে খেলবেন।’