হামলা প্রতিরোধে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:৪৭:১৬ অপরাহ্ন
দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনায় মিলিত হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, আঞ্চলিক হামলা প্রতিরোধে মার্কিন ও ইরানি কর্মকর্তারা এই আলোচনা করেছেন।
 
ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে। এছাড়াও উভয় দেশের নিজ নিজ মিত্র ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে তীব্র মতবিরোধ রয়েছে।
 
জাতিসংঘে ইরানের প্রতিনিধি ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোচনা কবে ও কোথায় হয়েছে তা উল্লেখ না করে জানান, এই আলোচনা এবারই প্রথম নয় এবং এটি শেষও নয়। ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এমন আলোচনা হলো।
 
এর আগে, গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলায় রেভল্যুশনারি গার্ডের সাত সেনা নিহত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]