রাশিয়া ও ইরান মিলে ব্রিকসের একক মুদ্রা তৈরি করছে

আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ১০:৫০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ১১:০১:০৩ অপরাহ্ন
রাশিয়ার সভাপতিত্বে পরিচালিত ব্রিকস কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, এবং এই দেশগুলো অ্যাসোসিয়েশনের একটি একক মুদ্রা চালুর লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করছে। 'রাশিয়া-ইসলামিক বিশ্ব: কাজানফোরাম' শীর্ষক সংবাদ সম্মেলনে রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই তথ্য জানান।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাষ্ট্রদূত জালালি উল্লেখ করেছেন যে, নতুন সদস্য রাষ্ট্র হিসেবে ইরান ব্রিকসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তিনি বলেন, "অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে একটি নতুন একক মুদ্রা তৈরি করা হচ্ছে, এবং এই বিষয়ে রাশিয়া ও ইরান একযোগে কাজ করছে।"

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ডলার ব্যবহার করে বিভিন্ন অবরোধ আরোপ করছে, যা থেকে মুক্তি পেতে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, "রাশিয়া এবং ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ৬০ শতাংশেরও বেশি এখন রুবেল এবং রিয়ালে হচ্ছে।"

রাষ্ট্রদূত জালালি জানান, রাশিয়া এবং ইরানের সম্পর্ক বর্তমানে 'সুবর্ণ পর্যায়ে' রয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম 'রাশিয়া-ইসলামিক বিশ্ব: কাজানফোরাম ২০২৪' এর ১৫তম বৈঠক কাজানে ১৪-১৯ মে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের মূল বক্তব্য হলো 'বিশ্বাস এবং সহযোগিতা।' ফোরামের প্রধান লক্ষ্য হলো রাশিয়ান অঞ্চল এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা, এবং রাশিয়ায় ইসলামী আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলির উন্নয়ন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]