গরমের মধ্যে নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে পড়লেন সায়নী

আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৬:২৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:২৮:৫১ অপরাহ্ন
যাদবপুরে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট হবে আগামী ১ জুন। এর আগে সব দলের প্রার্থীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার (১৬ মে) তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন। প্রচারের মাঝেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রচার বন্ধ করে ফিরে যেতে বাধ্য হন।

সায়নী ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় রোদ্রের মধ্যে হুড খোলা গাড়িতে প্রচার চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সায়নী অসুস্থ বোধ করলে গাড়ি থামিয়ে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। এরপর তিনি হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়িতে কিছুক্ষণ প্রচার করেন, তবে অবস্থার অবনতি হলে তাকে প্রচার বন্ধ করে ফিরে যেতে হয়। শওকত মোল্লাও ওই দিন প্রচারের সময় অসুস্থ হয়ে পড়েন এবং তাকেও প্রচার ছেড়ে চলে যেতে হয়।

স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, প্রবল গরমের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন। পশ্চিমবঙ্গে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কমলেও আবার গরম বাড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ চড়ছে এবং অস্বস্তিও বাড়ছে। এর আগে, সন্দেশখালির বিজেপি প্রার্থীও গরমের মধ্যে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]