বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন

আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৪:৪০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:১৫:১৭ অপরাহ্ন
ভারতীয় লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা এবং যশোরের শার্শা উপজেলায় নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম এক বিবৃতিতে জানান, "সোমবার ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য দেশটির সরকার শনিবার থেকে সোমবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।"

তিনি আরও বলেন, "এরপর মঙ্গলবার বাংলাদেশের শার্শা উপজেলায় নির্বাচন এবং বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ফলে এই পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।"

রেজাউল করিম জানান, "শনিবার, রোববার ও সোমবার বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। এ সময় বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতেও কোনো বাধা থাকবে না।"

তিনি আরও উল্লেখ করেন, "বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে।"

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় যাওয়ায় শনিবার থেকে সোমবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।"

তিনি বলেন, "উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এই ব্যাপারে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।"

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]