কুমিল্লার চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে ৫ জনের মৃত্যু

আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৪:১১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:২০:৫০ অপরাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন এবং পনেরো জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার ভোরে উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. লোকমান হোসেন জানিয়েছেন, "রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বসন্তপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।"

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের সবাই পুরুষ এবং সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।

তিনি আরও বলেন, "আহত ১৫ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।"

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ জানিয়েছেন, "পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে।"

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ চন্দ্র সাহা জানিয়েছেন, "রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই পাঁচজন নিহত হয়েছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।"

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]