তাপদাহের কারনে বেশ কিছুদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামীকাল (রোববার, ৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে বলে।
শনিবার (৪ মে) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে এক বিজ্ঞপ্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, রংপুরের চার ও ঢাকা বিভাগের দুই জেলাসহ মোট ২৫টি জেলায় আজ (শনিবার, ৪ মে) স্কুল, কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল।