শ্রমিকরা পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নিলো

আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৮:১৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১১:০১:৪০ অপরাহ্ন
রাজধানী ঢাকার বনানীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা। 
 
আজ (শনিবার, ৪ মে) সকাল সাড়ে ৮টায় এ বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
 
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, 'এ্যাপারেল গার্মেন্টস লিমিটেড' নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করছেন শ্রমিকরা। তারা সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।'
 
তিনি আরও বলেন, 'এই কারখানায় ৩০০ শ্রমিক রয়েছে। প্রায় ২৫০ শ্রমিক বিক্ষোভ করছেন।'
 
পরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মধ্যস্থতা করে পুলিশ। এরপরই অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
 
শ্রমিকদের দাবি, এ্যাপারেল গার্মেন্টস লিমিটেড এর মালিক গাজীপুরে আরেকটি পোশাক কারখানা গড়ে তুলেছেন। রাতের অন্ধকারে এই কারখানা বন্ধ করে চলে যেতে চাচ্ছেন। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]