সুন্দরবনের গহীনে আগুন

আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৮:০৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১১:০১:০১ অপরাহ্ন
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৪ মে) দুপুরে বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
এদিকে এ ঘটনার পর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে বনকর্মী ও স্থানীয় গ্রামবাসীরা। তবে কীভাবে বনের ওই এলাকায় আগুন লেগেছে তা জানাতে পারেনি বনবিভাগ।
 
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। এরপরই বনকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দেন।
 
তবে আগুন কীভাবে লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। বনের ওই এলাকায় কী ধরনের বনজ গাছপালা রয়েছে তাও এখনও বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের ওই কর্মকর্তা। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]