'শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর'কে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন শাখা হিসেবে আত্তীকরণ পরবর্তী হস্তান্তর অনুষ্ঠান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সরাসরি প্রদর্শন করা হয়েছে।
শনিবার (০৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ অনলাইনে এবং সরাসরি যুক্ত হয়ে এ অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এম.পি।
আমন্ত্রিত অতিথি ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম—এর পুত্র সাইফ ইমাম জামি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং একইসাথে যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যদের বিচারের দাবীতে দেশব্যাপী সচেতনতা ও গণআন্দোলন সৃষ্টিকারী শহীদ জননী জাহানারা ইমামের সংগ্রামী জীবন পাঠে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রদর্শনের জন্য আইসিটি সেলের উদ্যোগে অনুষ্ঠানটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ও সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির।