পানিতে ডুবে ভাই-বোনের প্রাণ গেল

আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:৩১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:০০:৫৬ পূর্বাহ্ন
পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ী এলাকায়। 
 
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহতরা হলো ওই এলাকার দিনমজুর নূরে আলমের ছেলে আল-আমিন (৬) ও মেয়ে মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
 
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে সন্ধানে নামেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]