বশেফমুবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:১৫:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:০০:১৪ পূর্বাহ্ন
GST গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির 'বি' ইউনিটের (মানবিক ) পরীক্ষা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (০৩ মে) সকাল ১১.০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত ক্যাম্পাসে এ পরীক্ষা হয়। 
 
এবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে 'বি' ইউনিটের মোট ১ হাজার ৬১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচিত করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯৪ জন। উপস্থিতির হার ছিলো ৯২ দশমিক ৬৮ শতাংশ। 
 
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান হলসমূহ পরিদর্শন করেন। ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
 
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 
 
মাননীয় উপাচার্য অধ্যাপক ড . মো. কামরুল আলম খানের নেতৃত্বে পরীক্ষা তদারকিতে ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, 'বি' ইউনিটের ফোকাল পয়েন্ট ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, কো-ফোকাল পয়েন্ট ফিশারিজ বিভাগের চেয়ারম্যানসহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী প্রমুখ। 
 
এদিকে তীব্র তাপপ্রবাহে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়।এছাড়া সুপেয় পানি ও জরুরি চিকিৎসার জন্য মেডিকেল টিম কাজ করে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]