চলমান তিব্র তাপদহ থেকে মুক্তিপেতে ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় জেলার হাজীগঞ্জ মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
ওই নামাজের জামায়াতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সেখানেও ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুতবা পাঠ এবং সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।