অবশেষে অনেক সময় ক্ষেপণের পর মার্কিন সামরিক সহায়তা বিল পাস হলোইউক্রেনের জন্য। ইউক্রেনে রুশ আগ্রাসনের অগ্রগতি এবং ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরবরাহের ঘাটতির মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন কংগ্রেসে কোটি ডলার মূল্যের বিলটি পাস করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গত সপ্তাহে হাউজের রিপাবলিকান নেতারা ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাস করেন। পরে শনিবার বিলটির অনুমোদন দেয় সিনেটও। এই প্যাকেজের অধিকাংশই সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে।
প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজের আওতায় মোট চারটি বিল রয়েছে। বুধবার সেগুলোতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রথম বিলটিতে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়টিতে, ইসরায়েল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার এবং তৃতীয়টিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জন্য ৮ শত ১২ কোটি ডলার বাধ্যতামূলক রাখা হয়েছে।