কেএনএফ সংশ্লিষ্টতায় ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

আপলোড সময় : ২৪-০৪-২০২৪ ০৯:২১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৪ ১১:৪৮:০৯ অপরাহ্ন
বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম বময়ের (৩৩) কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 
ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২৩ এপ্রিল) বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান ভান নুন নোয়াম বম।
 
পার্বত্য এলাকার কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে ছাত্রলীগের সব পদ থেকে বহিষ্কার করা হয়। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]