ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেছে এক ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক জানিয়ে।
বুধবার (২৪ এপ্রিল) দিনব্যাপী এই কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুল কাইয়্যুম তালুকদার বিষয়টি নিশ্চিত বলেন, ‘আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ী নেতা সফিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ রয়েছে। তবে কাস্টমস, বন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপারসহ দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’