যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম অধিকারের উন্নয়ন চায়

আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৫৮:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৪০:২৩ অপরাহ্ন
শুল্কমুক্ত সুবিধা দিতে বাংলাদেশের শ্রম অধিকারের আর‌ও উন্নয়ন চায় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।
রবিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য প্রতিনিধির কাযালয়ের (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
 
এ সময় তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শ্রম আইনের সংস্কারের দাবি জানিয়ে ১১ দফার একটি কর্মপরিকল্পনা দিয়েছে। ট্রেড ইউনিয়ন যেন সহজ হয় সে বিষয়ে কথা হয়েছে। এই আইনের সংস্কারে ত্রি-পক্ষীয় (মালিক,শ্রমিক ও সরকার) কমিটির ঐক্যমতের প্রয়োজন আছে বলে জানানো হয়েছে।
 
বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ ও যুক্তরাষ্ট্রের পক্ষে (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্ব দেন।
 
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব নুসরাত জাবিন বানু, যুগ্ম সচিব ড. ফারহানা আইরিশ্ উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]