আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৪৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৪১:০৬ অপরাহ্ন
২৬ এপ্রিলের শান্তি ও উন্নয়ন সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 
 
আজ সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ ।
 
তিনি বলেন, ২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ পুলিশ অনুমতি দেয়নি। যে কারণে সমাবেশ আপাতত স্থগিত। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আগামী ২৬ এপ্রিল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। 
 
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করা হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে এটি স্থগিত করা হয়েছে। 

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]