বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন

আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:৩৯:২৯ অপরাহ্ন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাসে আজ ১৭ এপ্রিল ২০২৪ খ্রি., বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে মাননীয় উপাচার্য দিনের কর্মসূচির উদ্বোধন করেন৷ পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতেও।

পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই ঐতিহাসিক দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করতে হবে।

সভায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত প্রক্টর এস.এম. ইউসুফ আলী সভাপতিত্ব করেন। আর সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও সহকারী রেজিস্ট্রার মো: সাব্বির হোসেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]