অটোরিকশা চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০৪:৪৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৭:৩০ অপরাহ্ন
ব্যাটারিচালিত অটোরিকশা চুরি অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতা মো. মারুফের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান মামলা করেছেন । তবে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্রলীগ নেতা। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা

এর আগে গতকাল মঙ্গলবার সকালে অটোরিকশাটি চুরি হয়  উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকী এলাকা থেকে । পরে ওই দিন রাত ১০ টার দিকে হাজরাবাড়ী এলাকায় থেকে অটোরিকশাসহ মো. লেবু মিয়া (৩১) ও মো. সবুজ মিয়া (২২) নামে দুইজনকে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।  

অভিযুক্ত মো. মারুফ হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ওই উপজেলার পৌর শহরের ব্রাহ্মনপাড়া আমতলা এলাকার বাসিন্দা এবং মামলার ৩ নম্বর আসামি। গ্রেপ্তার মো. লেবু মিয়া ঢালুয়াবাড়ি পশ্চিমপাড়া গ্রামের ও মো. সবুজ মিয়া ওই উপজেলার ঢালুয়া বাড়ি গ্রামের বাসিন্দা।
 
এ বিষয়ে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ বলেন, ‘রাজনীতির পাশাপাশি ভাঙারি মালের ব্যবসা করি। মূলত আমিই ওই অটোরিকশা চোরদের ধরি। কিন্তু থানায় নাকি আমার নামেও মামলা হয়েছে। একটি পক্ষ আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। আমি ভালো করতে গিয়ে মামলার আসামি হলাম।‘

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি আসামির বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]