খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০৪:৪১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৭:৫৩ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসায় যান।

আজ বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। এরপর প্রায় এক ঘণ্টা তারা একান্ত আলাপ করেন।

এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিতে আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দলের মহাসচিব তার বাসায় যান। এরপর ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]