ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির কথা বলা হলেও পরে দুজনকে বাড়ানো হয়েছে।
এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী সিদ্দিকীকে। কমিটির অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক্সিডেন্ট রিচার্স ইনস্টিটিউটের (এআরআই) একজন প্রতিনিধি, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস ও বিআরটিএ এর একজন করে প্রতিনিধি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এ ঘটনা ঘটার পর আমি জেলা প্রশাসকের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি আমাকে একটি কমিটি করে এটি তদন্ত করে কীভাবে ঘটনা ঘটেছে, কার দোষ এবং এ থেকে উত্তরণে কী কী উপায় থাকতে পারে এসব বিষয় উল্লেখপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী সিদ্দিকীকে। কমিটির অন্য সদস্যরা হলেন-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক্সিডেন্ট রিচার্স ইনস্টিটিউটের (এআরআই) একজন প্রতিনিধি, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস ও বিআরটিএ এর একজন করে প্রতিনিধি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এ ঘটনা ঘটার পর আমি জেলা প্রশাসকের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি আমাকে একটি কমিটি করে এটি তদন্ত করে কীভাবে ঘটনা ঘটেছে, কার দোষ এবং এ থেকে উত্তরণে কী কী উপায় থাকতে পারে এসব বিষয় উল্লেখপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলেছেন।