ঢাকায় গরমে স্বস্তি নিয়ে এলো বৃষ্টি

আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ১২:১৭:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ১১:২৩:৫৪ অপরাহ্ন
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই তাপপ্রবাহ বইছিল । তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল পৌণে ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।

বিকেল ৪টা থেকেই মেঘলা ছিল ঢাকার আকাশ। বৃষ্টিতে গরমে স্বস্তি মিললেও কিছুটা ভোগান্তিতে পড়েন পথচারী এবং ফুটপাতের দোকানীরা।

তবে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর।

এর আগে সকালের পূর্বাভাসে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আজ দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

এতে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]