২৫ নারী সাংবাদিক ও রাজনীতিক পেলেন ডিজিটাল সুরক্ষা সনদ

আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ১০:৫৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১১:৪৮:৩৭ অপরাহ্ন
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২৫ জন নারী সাংবাদিক ও রাজনীতিবিদকে ডিজিটাল প্লাটফর্মের অধিকতর নিরাপদ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করায় সনদ দিয়েছে ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ঢাকায় টেক জায়ান্ট মেটা’র সহায়তায় ‘সিভিক এনগেজমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘সেফার ডিজিটাল স্পেসেস ফর উইমেন’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

১৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানের নারী সাংবাদিক এবং আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৮ জন নারী রাজনৈতিক কর্মী একইসঙ্গে এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। ডিজিটাল যুগে গণমাধ্যমের অবস্থান, নারীর ক্ষমতায়নে ডিজিটাল টুলসের ব্যবহার, ভুল তথ্য ও গুজব, মিথ্যা সংবাদ চিহ্নিতকরণ, তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল, সামাজিক মাধ্যমের গাইডলাইন পলিসি, ডিজিটাল মাধ্যমে তথ্যের নিরাপদ ব্যবহার, নারীর মর্যাদাপূর্ণ উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে ৩ দিনের আবাসিক কর্মশালা ও ১০ দিনের অনলাইন কোর্স সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা। পরে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস।

প্রশিক্ষণ বিষয়ে সাংবাদিক রাবেয়া বেবি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সেই কৌশলগুলোই হাতেকলমে শিখানো হয়েছে, যা ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের নিরাপদ রাখবে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]