আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত, গুম, পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকার কৌশলে নির্বাচনব্যবস্থা এবং দমন-নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব এরচেয়ে বেশি সংগ্রাম করেছে বিএনপি। এখন সব দল-মতের জনগণকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ সৃষ্টি করতে হবে।
এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীরা ইন্ডিয়া থেকে তেমন শাড়ি ক্রয় করে না। দেশের মিল-কারখানার শাড়ি, লুঙ্গি, গামছা ব্যবহার করার আহ্বান জানান তিনি।
রহুল কবির রিজভী আরও বলেন, দখলদার সরকারের পক্ষে যারা, সেই দেশের পণ্য বয়কট করাই স্বাভাবিক। পণ্য বর্জনের সামাজিক আন্দোলনের প্রতি সংহতি জানানো ন্যায়সঙ্গত।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকার কৌশলে নির্বাচনব্যবস্থা এবং দমন-নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব এরচেয়ে বেশি সংগ্রাম করেছে বিএনপি। এখন সব দল-মতের জনগণকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ সৃষ্টি করতে হবে।
এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীরা ইন্ডিয়া থেকে তেমন শাড়ি ক্রয় করে না। দেশের মিল-কারখানার শাড়ি, লুঙ্গি, গামছা ব্যবহার করার আহ্বান জানান তিনি।
রহুল কবির রিজভী আরও বলেন, দখলদার সরকারের পক্ষে যারা, সেই দেশের পণ্য বয়কট করাই স্বাভাবিক। পণ্য বর্জনের সামাজিক আন্দোলনের প্রতি সংহতি জানানো ন্যায়সঙ্গত।