বিএসএমএমইউ এর নতুন উপাচার্য দায়িত্ব নিলেন

আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ০৯:৩২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১১:৪০:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য হিসাবে যোগ দিয়েছেন খ্যাতিমান চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল  হক ।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সর্বশেষে তিন বছর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যপক ডা. শারফুদ্দিন আহমেদ।

এর আগে, বেলা ১২টা ১৫ মিনিটের দিকে সপরিবারে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

নতুন উপাচার্যকে বরণ করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন করা হয়। উপাচার্যকে বরণে কেউ আসেন ফুলের মালা হাতে। এসময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা ব্যান্ড-পার্টি ঢাক-ঢোলের তালে তালে নাচেন।

প্রসঙ্গত, দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলিম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক। তার জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায়। তিনি পাকুন্দিয়া এলাকার মানুষের কাছে ‘ননী ডাক্তার’ নামে পরিচিত। অত্র অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]