ষষ্ঠ থেকে দশম শ্রেণির সংখ্যালঘু ও দৃষ্টিপ্রতিবন্ধী বা প্রতিবন্ধী কোটার শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহারের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে সংখ্যালঘু, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধী সম্প্রদায়ের নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির কোটা বণ্টনের জন্য সরকারের নির্ধারিত ফরমে তথ্য দিতে হবে। এসব তথ্য আগামী ৮ এপ্রিলের মধ্যে হার্ড কপিসহ অধিদপ্তরের ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহারের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে সংখ্যালঘু, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রতিবন্ধী সম্প্রদায়ের নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির কোটা বণ্টনের জন্য সরকারের নির্ধারিত ফরমে তথ্য দিতে হবে। এসব তথ্য আগামী ৮ এপ্রিলের মধ্যে হার্ড কপিসহ অধিদপ্তরের ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।