ভুটানের রাজা গাছের চারা লাগালেন, ছুঁয়ে দেখলেন বাবার লাগানো গাছ

আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৮:৩৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০৯:১৬:১০ পূর্বাহ্ন
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশ সফরে এসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপণ করেছেন। এসময় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১৯৮৪ সালে তাঁর বাবা জিগমে সিংগে ওয়াংচুকের লাগানো ‘সিলভার ওক’ গাছটি ছুঁয়ে দেখেন।
 
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
 
এরআগে সফররত ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]