যেভাবে বুঝবেন আপনার প্রিয় মানুষটি স্বার্থপর কি-না

আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৪:৩৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০৯:১৪:০৭ পূর্বাহ্ন
যেকোনো সম্পর্কে বিশ্বাসের পাশাপাশি একে অপরের প্রতি সহমর্মিতা ভীষণ জরুরি। সেটা প্রেম হোক কিংবা দাম্পত্য সকল সম্পর্কেই প্রয়োজনীয়। একইসঙ্গে সম্পর্ক হওয়া উচিত স্বার্থহীন। কিন্তু সেটি কি বাস্তবে আদৌ সবসময় ঘটে? পাশের মানুষটি উজাড় করে ভালোবাসলেও তার মনে কী চলছে, সেটা কি সত্যিই বোঝা যায়?

সঙ্গী যদি স্বার্থপর হন, তাহলে সম্পর্কের ভবিষ‍্যৎ নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে কিছু লক্ষণ দেখে কিন্তু সঙ্গীটি স্বার্থপর কি-না, তা কিছুটা অনুমান করে নেওয়া যেতেই পারে। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

আপনার ভালোবাসার মানুষটি কি সবই নিজের পছন্দমতো চান? নিজের পছন্দই কি তার কাছে শেষ কথা? বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল থাকে না আপনার পছন্দ-অপছন্দের বিষয়টি। যদি তেমনটা হয়, তাহলে আপনার মনের মানুষ যে খানিকটা হলেও স্বার্থপর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

কোনো কিছু পছন্দ না হলেই কথা বলা বন্ধ করে দেন আপনার সঙ্গীটি? আপনি রেগে গেলে বোঝানোরও চেষ্টা করেন না? সেক্ষেত্রে বিষয়টি নিয়ে ভাবা জরুরি। আপনি যে ভালো থাকছেন না, সে কথা যদি সঙ্গীর খেয়াল না থাকে, তাহলে সেই সম্পর্ক নিয়ে আর এগোবেন কি-না, তা ভেবে দেখতেই পারেন।

কোনো কিছু মনের মতো না হলেই কি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেন? তাহলেও কিন্তু আপনার নিজেকে নিয়ে এবং সম্পর্কটি আদৌ রাখবেন কি-না, তা নিয়ে ভাবা দরকার।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]