মা হারালেন পূজা চেরী

আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৩:৪৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৮:০৯:৪৬ পূর্বাহ্ন
মা হারা হলেন তরুণ চিত্রনায়িকা পূজা চেরী । রবিবার (২৪ মার্চ) সকাল পৌনে ১১টা দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন নায়িকার মা ঝর্ণা রায়।

পূজার পারিবারিক বন্ধু ও প্রযোজক আব্দুল আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজ বলেন, ‘ঝর্ণা আন্টি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা চলছিলো। আজ সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান।

ক্যারিয়ারের শুরু থেকেই পূজার সফরসঙ্গী ছিলেন তার মা ঝর্ণা রায়।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]