ফেয়ার ইলেকট্রনিকস গতকাল হাইসেন্সের এসি ও টিভির বাজারজাত ও বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করে ছবি: ফেয়ার ইলেকট্রনিকস
এবার দেশের বাজারে হাইসেন্সের এসি ও টিভি নিয়ে এসেছে বিশ্বজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ফেয়ার ইলেকট্রনিকস।
শনিবার (২৩ মার্চ) গুলশান অ্যাভিনিউর ফেয়ার ইলেকট্রনিকস স্মার্টপ্লাজায় এসব এসি ও টিভি বাজারজাত ও বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।
ফেয়ার ইলেকট্রনিকস দেশেই নিজস্ব কারখানায় হাইসেন্সের এসি ও টিভি উৎপাদন করছে। পর্যায়ক্রমে হাইসেন্সের অন্যান্য পণ্যও এ দেশে উৎপাদন ও বিপণন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে রফতানির পরিকল্পনাও রয়েছে তাদের।
মুতাসসিম দায়ান বলেন, ‘এসি ও টিভি উৎপাদন, বাজারজাত ও বিপণনের এ পদক্ষেপের মধ্য দিয়ে ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো। হাইসেন্স করপোরেশনের বিশাল পোর্টফোলিও রয়েছে। তাদের ইলেকট্রনিকস পণ্য বিশ্বজুড়ে সমাদৃত। পর্যায়ক্রমে হাইসেন্সের অন্যান্য পণ্যও এ দেশেই উৎপাদন ও বিপণন করা হবে।’
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উয়েফা ইউরো-২০২৪-এর অফিশিয়াল পার্টনার হাইসেন্স। ফুটবলের এ মহা উৎসবকে ঘিরে হাইসেন্স ও ফেয়ার ইলেকট্রনিকস নানা আয়োজন নিয়ে দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশে থাকবে বলেও ঘোষণা করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইসেন্সের এসি পণ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান জিয়ানশেং, ফেয়ার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, হেড অব সাপ্লাই চেইন আরিফুর রহমান, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান, হেড অব কমিউনিকেশন অ্যান্ড করপোরেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার সলিউশনস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ প্রমুখ।
এবার দেশের বাজারে হাইসেন্সের এসি ও টিভি নিয়ে এসেছে বিশ্বজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ফেয়ার ইলেকট্রনিকস।
শনিবার (২৩ মার্চ) গুলশান অ্যাভিনিউর ফেয়ার ইলেকট্রনিকস স্মার্টপ্লাজায় এসব এসি ও টিভি বাজারজাত ও বিপণনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।
ফেয়ার ইলেকট্রনিকস দেশেই নিজস্ব কারখানায় হাইসেন্সের এসি ও টিভি উৎপাদন করছে। পর্যায়ক্রমে হাইসেন্সের অন্যান্য পণ্যও এ দেশে উৎপাদন ও বিপণন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে রফতানির পরিকল্পনাও রয়েছে তাদের।
মুতাসসিম দায়ান বলেন, ‘এসি ও টিভি উৎপাদন, বাজারজাত ও বিপণনের এ পদক্ষেপের মধ্য দিয়ে ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো। হাইসেন্স করপোরেশনের বিশাল পোর্টফোলিও রয়েছে। তাদের ইলেকট্রনিকস পণ্য বিশ্বজুড়ে সমাদৃত। পর্যায়ক্রমে হাইসেন্সের অন্যান্য পণ্যও এ দেশেই উৎপাদন ও বিপণন করা হবে।’
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উয়েফা ইউরো-২০২৪-এর অফিশিয়াল পার্টনার হাইসেন্স। ফুটবলের এ মহা উৎসবকে ঘিরে হাইসেন্স ও ফেয়ার ইলেকট্রনিকস নানা আয়োজন নিয়ে দেশের ফুটবলপ্রেমী মানুষের পাশে থাকবে বলেও ঘোষণা করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইসেন্সের এসি পণ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান জিয়ানশেং, ফেয়ার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন, হেড অব সাপ্লাই চেইন আরিফুর রহমান, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান, হেড অব কমিউনিকেশন অ্যান্ড করপোরেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার সলিউশনস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ প্রমুখ।