সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ১১৩ রানে শ্রীলংকার ৫ উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি করে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন ধনাঞ্জয়া-কামিন্দু জুটি। আজ দুজন গড়েন ১৭৩ রানের জুটি। ধনাঞ্জয়া ১০৮ রান করে আউট হওয়ার পর সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু। তিনি ঠিক ১০০ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত প্রবথ জয়সুরিয়া। লংকানদের লিড এখন ৪৩০ রানের।
গত এক দশকের মধ্যে প্রথম লংকান ব্যাটার হিসেবে কোনো টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করলেন ধনাঞ্জয়া। সর্বশেষ ২০১৪ সালে এই কীর্তি ছিল ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারার। ধনাঞ্জয়া আউট হওয়ার পর সেঞ্চুরি করেছেন কামিন্দুও। প্রথম ইনিংসের মতো আজও দুজন সেঞ্চুরি করলেন। টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার একই টেস্টে দুটি দেড়শ রানের জুটির রেকর্ডও হলো। তারা ছাড়া এমন কীর্তি আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও জো বার্নসের (২০১৫) এবং ইংল্যান্ডের এডি পেইন্টার ও পল গিবসের (১৯৬৮)।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বলছিলেন, তারা শ্রীলংকাকে দ্রুত অলআউট করতে চান যেন তাদের সামনে ২৫০ রানের মতো টার্গেট দাঁড়ায়। যদিও বাংলাদেশের আশা পূরণে বাধ সাধলেন ধনাঞ্জয়া ও কামিন্দু।
সকালে তৃতীয় ওভারে ‘নাইটওয়াচম্যান’ বিশ্ব ফার্নান্দোকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। এরপর ধনাঞ্জয়া ও কামিন্দু ব্যাটে শাসন করতে থাকেন স্বাগতিক বোলারদের। সপ্তম উইকেটে মধ্যাহ্নভোজের আগেই ২৪.১ ওভার ব্যাটিং করে তারা বোর্ডে ১০৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। পরে ১৭৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা।
ধনাঞ্জয়া ১৭৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৮ এবং কামিন্দু ১৭১ বলে ১৩ বাউন্ডারিতে ১০০ রান করেছেন।
শ্রীলংকার ২৮০ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়ে যায়।
গত এক দশকের মধ্যে প্রথম লংকান ব্যাটার হিসেবে কোনো টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করলেন ধনাঞ্জয়া। সর্বশেষ ২০১৪ সালে এই কীর্তি ছিল ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারার। ধনাঞ্জয়া আউট হওয়ার পর সেঞ্চুরি করেছেন কামিন্দুও। প্রথম ইনিংসের মতো আজও দুজন সেঞ্চুরি করলেন। টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার একই টেস্টে দুটি দেড়শ রানের জুটির রেকর্ডও হলো। তারা ছাড়া এমন কীর্তি আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও জো বার্নসের (২০১৫) এবং ইংল্যান্ডের এডি পেইন্টার ও পল গিবসের (১৯৬৮)।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে বলছিলেন, তারা শ্রীলংকাকে দ্রুত অলআউট করতে চান যেন তাদের সামনে ২৫০ রানের মতো টার্গেট দাঁড়ায়। যদিও বাংলাদেশের আশা পূরণে বাধ সাধলেন ধনাঞ্জয়া ও কামিন্দু।
সকালে তৃতীয় ওভারে ‘নাইটওয়াচম্যান’ বিশ্ব ফার্নান্দোকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। এরপর ধনাঞ্জয়া ও কামিন্দু ব্যাটে শাসন করতে থাকেন স্বাগতিক বোলারদের। সপ্তম উইকেটে মধ্যাহ্নভোজের আগেই ২৪.১ ওভার ব্যাটিং করে তারা বোর্ডে ১০৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। পরে ১৭৩ রান তুলে বিচ্ছিন্ন হন তারা।
ধনাঞ্জয়া ১৭৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৮ এবং কামিন্দু ১৭১ বলে ১৩ বাউন্ডারিতে ১০০ রান করেছেন।
শ্রীলংকার ২৮০ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়ে যায়।