৩৯ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আপলোড সময় : ২২-০৩-২০২৪ ১২:৩৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৫:৫৯:২৬ অপরাহ্ন
বিভিন্ন অপরাধে আটক হওয়া ৩৯ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এসব প্রবাসীদের সাজা শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে দেশটির জোহর অভিবাসন বিভাগের এ তথ্য জানায়। 

বিবৃতিতে বলা হয়, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) গেট দিয়ে বন্দি ৩৯ বাংলাদেশিকে তাদের দেশে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পুনরায় মালয়েশিয়া প্রবেশে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। 

বন্দীদের দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশপথে তাদের নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়। 

এছাড়া, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে  সিঙ্গাপুর, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠিয়েছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]