বর্তমানে সূর্যমুখী তেলের ভালো চাহিদা থাকায় রাজবাড়ির কৃষকরা ঝুকছে এ ফুলের চাষ। ফলন হওয়ায় কম খরচে অধিক লাভের আশায় আগ্রহ বেড়েছে কৃষকের। প্রণোদনা সহ সকল সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।
হলুদ সুর্যমুখি ফুলে ভরে আছে কৃষকের মাঠ। চারদিক ছড়াচ্ছে হলুদ আভা। রাজবাড়ীতে পুষ্টিগুণে ভরপুর এ তেলবীজের চাষ বেড়েছে । এবছর জেলায় সূর্যমুখীর চাষ হয়েছে একশ ২০ হেক্টর জমিতে। যা বিগত বছরের চেয়ে ২২ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে ভালো মূল্য পাওয়া নিয়ে শংকায় চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনে করে কৃষকদের প্রণোদনা ও পরামর্শ দেওয়ায় জেলায় সূর্যমুখী ফুল চাষ বাড়ছে।
বিশ্বের বিভিন্ন দেশে তেলবীজ হিসেবে সূর্যমুখীর ব্যাপক চাষ হয়। বাংলাদেশে এর চাষ শুরু হয় ১৯৭৫ সালে। সূর্যমুখীর প্রতিমন বীজে তেল উৎপাদন হয় ১৮ থেকে ২০ লিটার। হৃদরোগের জন্য উপকারী হওয়ার বাজারে এ তেলের চাহিদা রয়েছে।