ইফতারে জুস খাওয়ায় বাংলাদেশী প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

আপলোড সময় : ২১-০৩-২০২৪ ১০:৪৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৫:৪৮:০৮ পূর্বাহ্ন
ইফতারের সময় বাংলাদেশী প্রবাসী কমলার জুস খাওয়ায় তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাকিস্তানি সহকর্মী।
 
বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম এ তথ্য জানান।
 
মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে এ ঘটনা ঘটে।।
 
ইকবাল বলেন, ‘সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদেশীকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, গতকাল সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে।
 
পুলিশ প্রধান জানান, দন্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]