ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

আপলোড সময় : ২১-০৩-২০২৪ ১০:৪০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০৫:৪৬:৩৭ পূর্বাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিভাগ: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং।
পদ: প্রভাষক।
পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর /সম্মান ডিগ্রি উভয় পরীক্ষায় মোট সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে এবং সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ থাকতে হবে। 

আবেদনকারীর শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোন স্তরে তৃতীয় শ্রেণি যোগ্য বলে বিবেচিত হবে না।

বেতন: ২২ হাজার থেকে ৫৩ হাজার ষাট  টাকা 
গ্রেড: নবম ।

সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: কুষ্টিয়া।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]