খাগড়াছড়িতে অবৈধ চিনির ট্রাকসহ ২ যুবক আটক

আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ০৭:২০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১২:৩০:০৭ পূর্বাহ্ন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব‍্যাক্তিকে ৩ লাখ টাকার চিনি ও একটি ট্রাকসহ গ্রেফতার ক‌রেছে পুলিশ।
 
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) গতকাল সোমবার (১৮ মার্চ) রা‌তে মাটিরাঙ্গা ইসলামপুর হ‌তে তা‌দের কে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হ‌লেন, রামগড় উপজেলার গর্জন টিলার মীর হোসেনের ছে‌লে মোশারফ হোসেন (২৫) ও পানছড়ির-টিএন্ডটি এলাকার মশিউর রহমা‌নের ছে‌লে মোমিনুল ইসলাম (১৮)।
 
পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভিত্তিতে সোমবার রা‌তে মা‌টিরাঙ্গা পৌর সভার ইসলামপুর এলাকায় বি‌শেষ অভিযান প‌রিচালনা ক‌রে ৪৫ বস্তা অ‌বৈধ চি‌নিসহ তা‌দের কে আটক করা হয়। যার বর্তমান বাজার মুল‌্য ৩ লাখ ১৫ হাজার টাকা। একই সা‌থে চি‌নি বহন কা‌রি এক‌টি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৬৩৬২) জব্দ করা হয়।
 
ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]