রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকার একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও রিহ্যাবের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব বুঝে নেন।
বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন প্রতিবেদনে ‘তেমন কিছু’ নেইবিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন প্রতিবেদনে ‘তেমন কিছু’ নেই
অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌস বলেন, উচ্চ আদালতের আদেশে গত বছরের নভেম্বর মাসে তাকে রিহ্যাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রিহ্যাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য বোর্ড গঠন করেন। গত ২৭ ফেব্রুয়ারি রিহ্যাব সদস্যদের ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। পরে ২৯ ফেব্রুয়ারি রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার ভোটে প্রেসিডেন্ট হিসেবে মো. ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া নির্বাচিত হন।
কমিটির ভাইস প্রেসিডেন্ট-১ পদে লায়ন এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ প্রকৌশলী আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন নির্বাচিত হন। নতুন কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি রিহ্যাব সদস্যদের নানা ধরনের সমস্যা সংকট দূর করার জন্য পরিকল্পিতভাবে কাজ করার আশ্বাস দেন। তারা প্র্রয়োজনে ১০০ দিনের বিশেষ কর্মসূচি প্রদানের কথা বলেন।
শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকার একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও রিহ্যাবের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব বুঝে নেন।
বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন প্রতিবেদনে ‘তেমন কিছু’ নেইবিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন প্রতিবেদনে ‘তেমন কিছু’ নেই
অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌস বলেন, উচ্চ আদালতের আদেশে গত বছরের নভেম্বর মাসে তাকে রিহ্যাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রিহ্যাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য বোর্ড গঠন করেন। গত ২৭ ফেব্রুয়ারি রিহ্যাব সদস্যদের ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। পরে ২৯ ফেব্রুয়ারি রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার ভোটে প্রেসিডেন্ট হিসেবে মো. ওয়াহিদুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া নির্বাচিত হন।
কমিটির ভাইস প্রেসিডেন্ট-১ পদে লায়ন এম এ আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ প্রকৌশলী আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন নির্বাচিত হন। নতুন কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি রিহ্যাব সদস্যদের নানা ধরনের সমস্যা সংকট দূর করার জন্য পরিকল্পিতভাবে কাজ করার আশ্বাস দেন। তারা প্র্রয়োজনে ১০০ দিনের বিশেষ কর্মসূচি প্রদানের কথা বলেন।