প্রথম বার নারী মেয়র হিসাবে ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নির্বাচিত হয়েছেন । শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় নগরের কুমিল্লা জেলা স্কুল অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
ফলাফলে দেখা যায়, ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে মেয়র পদে উপনির্বাচনে ১০৫ কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু । এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
প্রথমবারের মতো সিটি নির্বাচনে আসা এ প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ নির্বাচনেভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। এতে বৈধ ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫ ভোট।
ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে।
এর আগে শনিবার সকাল থেকেই ইভিএমে ২৭টি ওয়ার্ডের ১০৫ ভোটকেন্দ্রের ৬৪০ ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।
২০২২ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ২০১৭ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।
২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।