সৌদি আরবে বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির ফাঁসি

আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৭:৪৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ১১:১৩:১১ অপরাহ্ন
সৌদি আরবে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি প্রবাসী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি। মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল। তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত ওই বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে নিহত ওই বাংলাদেশি ও অভিযুক্ত পাঁচ পাকিস্তানির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং হত্যাকাণ্ডের মোটিভও জানানো হয়নি।

এ ঘটনায় তদন্ত শুরু হলে পাঁচ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আবেদন করলে সর্বোচ্চ আদালত সেটি খারিজ করে দেন।
সৌদি আরবে মানুষ হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আরশাদ আলী দিবর, মোহাম্মদ ইসমাইল, আবদুল মজিদ, হাজি নুরউদ্দিন এবং আবদুল গাফফার মোহাম্মদ সোমা।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]