রাজশাহী বিশ্বিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল মঙ্গলবার। ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ ‘এ’ ইউনিটের (মানবিক) এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের পরীক্ষায় মোট তিন হাজার ৯৮৪টি আসনের প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভর্তিচ্ছু ও অভিভাবকদের সীমিত আবাসনচিকিৎসা ব্যবস্থা ও প্রক্সি জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবার তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে। এতে প্রতি আসনের বিপরীতে ৪২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪ জন। কোটা বাদে আবেদনকারীর সংখ্যা ‘এ’ ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, ‘বি’ ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং ‘সি’ ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১টি অভিভাবক টেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি টেন্টে ২০০টি করে বসার চেয়ার থাকবে। পরীক্ষা চলাকালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কয়েকটি টিম কাজ করবে। ক্যাম্পাসে সাধারণভাবে ব্যবহারের জন্য ১১টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। ১২টি হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে,ভর্তি পরীক্ষা উপলক্ষে সোমবার (৪ মার্চ) থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভর্তিচ্ছু ও অভিভাবকদের সীমিত আবাসনচিকিৎসা ব্যবস্থা ও প্রক্সি জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবার তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে। এতে প্রতি আসনের বিপরীতে ৪২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ জন, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪ জন। কোটা বাদে আবেদনকারীর সংখ্যা ‘এ’ ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, ‘বি’ ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং ‘সি’ ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১টি অভিভাবক টেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি টেন্টে ২০০টি করে বসার চেয়ার থাকবে। পরীক্ষা চলাকালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কয়েকটি টিম কাজ করবে। ক্যাম্পাসে সাধারণভাবে ব্যবহারের জন্য ১১টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। ১২টি হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে,ভর্তি পরীক্ষা উপলক্ষে সোমবার (৪ মার্চ) থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।