চালু হলো ঢাকা-রোম বিমানের ফ্লাইট

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:৩৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৬:৪৩:০৯ অপরাহ্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ঢাকা থেকে ইতালির রোমে চালু চালু হয়েছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (২৯ মার্চ) ইতালির নেপোলি শহরে ‘মিট দ্যা প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ঢাকা-রোম-ঢাকা ফ্লাটটের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে বিমানের ফ্লাইট নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এমপি, জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, মাহমুদুল হাসান রিপন এমপি,  জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রাহমাতুল মনিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন,  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিভিন্ন মিডিয়ার কর্মী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ ও নেপোলি শহরের বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]