ইউএস-বাংলার বহরে যোগ হলো দ্বিতীয় এয়ারবাস

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:৩৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০৩:৫৫:৪৩ অপরাহ্ন
ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহরে এয়ারবাসের দ্বিতীয় উড়োজাহাজ যুক্ত করেছে । শনিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে এয়ারবাস এ-৩৩০-৩০০ এসে পৌঁছায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৩৬ আসনের উড়োজাহাজটি চীনের গুয়াংজু থেকে শনিবার ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। উড়োজাহাজটি গ্রহণ করেন ইউএস-বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এয়ারবাসটি বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে। ভবিষ্যতে এটি দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামের পাশাপাশি লন্ডন, রোম রুটে যাত্রী বহনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]