চট্টগ্রামে একসঙ্গে চারটি বিক্রয়কেন্দ্র চালু করল সনি-স্মার্ট

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:২৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
জাপানের ব্র্যান্ড সনি পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামের চারটি বিক্রয়কেন্দ্র চালু করেছে সনি-স্মার্ট।নতুন এ বিক্রয়কেন্দ্র গুলো জেলার হালিশহর, আগ্রাবাদ, নিউ মার্কেট ও লালখান বাজারে।

সম্প্রতি সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্টের পরিচালক তানভীর হোসেন এসব কেন্দ্র উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন বিক্রয়কেন্দ্রগুলোতে চাঁদ রাত পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’ অফার, যাতে নিশ্চিত উপহার জেতার সুযোগ থাকছে। মালদ্বীপ ভ্রমণের টিকেট, ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ অসংখ্য পুরস্কারের মধ্যে যেকোনো একটি জেতা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি-স্মার্ট পরিচালক তানভীর হোসেন, মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান।

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]