এ বছর প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:১৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ১১:১৭:৩২ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয় বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এ  শিক্ষাপ্রতিষ্ঠানটি  ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা অনির্ধারিত। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অন্তর্ভুক্ত প্রোগ্রাম
স্নাতকোত্তর ও পিএইচডি।

সুযোগ–সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
গবেষণা ভাতা
আবাসন খরচ
স্বাস্থ্য ভাতা
ভিসার জন্য আবেদন ফি
বিমানে যাতায়াতের খরচ
 

প্রয়োজনীয় যোগ্যতা
স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
পিএইচডির প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ থাকতে হবে।
৫০০ থেকে ১০০০ শব্দে লেখা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও দুটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া
সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীরা www.ku.ac.ae এই ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি ও প্রোগ্রামে আবেদনের প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সূত্র: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

সম্পাদকীয় :


অফিস :


অফিস : তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২১৫।

ইমেইল : [email protected]