অনেকেই সময়ের অভাবে দেখা যায় তারাহুরা করে রুকু পেতে অনেকে দৌড়ে মসজিদে আসেন। এতে কি নামাজ হয়? এ বিষয়ে কী বলে ইসলাম? চলুন জেনে নেওয়া যাক।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যখন নামাজের ইকামত দেওয়া হয় তখন তোমরা দ্রুতগতিতে মসজিদে আসবে না। বরং ধীর পায়ে তোমরা নামাজে আসবে এবং শান্ত চিত্তে মসজিদে উপস্থিত হবে। অতঃপর তোমরা ইমামের সঙ্গে যতটুকু নামাজ পাবে তা পড়বে। আর যতটুকু ছুটে গিয়েছে তা আদায় করে নেবে। (বুখারি, হাদিস : ৯৩৮)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যখন নামাজের ইকামত দেওয়া হয় তখন তোমরা দ্রুতগতিতে মসজিদে আসবে না। বরং ধীর পায়ে তোমরা নামাজে আসবে এবং শান্ত চিত্তে মসজিদে উপস্থিত হবে। অতঃপর তোমরা ইমামের সঙ্গে যতটুকু নামাজ পাবে তা পড়বে। আর যতটুকু ছুটে গিয়েছে তা আদায় করে নেবে। (বুখারি, হাদিস : ৯৩৮)